হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মিত হলেও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে পরিত্যক্ত ঘোষিত পুরোনো ভবনে। ফলে রোগী, স্বজন ও চিকিৎসকরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন।
সরেজমিনে দেখা যায়, জরাজীর্ণ ভবনটির ছাদে ফাটল, দেয়ালে পলেস্তারা খসে পড়ছে, অনেক জায়গায় রড বের হয়ে রয়েছে। ভবনের একাধিক কক্ষ ব্যবহারের অযোগ্য হলেও সেগুলোতেই চলছে চিকিৎসা সেবা। চিকিৎসক ও রোগীরা বলছেন, এটি একেবারেই অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশ।
নতুন বহুতল ভবনটি প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালের ডিসেম্বর মাসে নির্মিত হয় এবং ২০২৩ সালের জুনে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় সেখানে এখনও চিকিৎসা কার্যক্রম চালু করা সম্ভব হয়নি।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন বলেন, “পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত তালিকায় আছে। পুনর্নির্মাণের প্রক্রিয়া চলছে। নতুন ভবনের প্রশাসনিক অনুমোদনের জন্য কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জনবল চাহিদাও পাঠানো হয়েছে।”
তিনি আশা প্রকাশ করেন, “আগামী নির্বাচনের আগে বা পরে অনুমোদন পাওয়া যাবে।”
রোগী রফিক মিয়া বলেন, “এখানে এসে মনে হচ্ছে হাসপাতাল নয়, যেন মৃত্যুর মুখোমুখি হয়েছি।” স্থানীয়রা অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।