
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৩:১

ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের কলেজের সামনে সোমবার (১০ নভেম্বর) ফাঁকা জায়গায় এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কলেজের সামনের ফাঁকা জায়গায় হঠাৎ গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নিহতকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
