প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১৬:৪৬

বাগেরহাটের চিতলমারীতে এক গৃহবধূর হাতের স্বর্ণের আংটি, নাকফুল এবং পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীদের বিরুদ্ধে। অভিযোগকারী গৃহবধূ শ্রাবণী হীরা (২২) জানান, সময়মতো কিস্তি পরিশোধ না করায় এনজিওর একজন কর্মী পাশবইয়ে ‘আংটি বাবদ ৮ হাজার’ এবং ‘বদনা বাবদ ১ হাজার ৫০০ টাকা’ লিখে রাখেন।
