প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৭:১

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ত্রাস হিসেবেই পরিচিত চাঁন মিয়া ওরফে চাঁন্দা ডাকাত (৩৮) অবশেষে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চরওয়াপদা ইউনিয়নের আলআমিন বাজার থেকে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
