
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৬:৫৫

টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারি রোধে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-সিলেটগামী যাত্রীবাহী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস-এ ‘এন আইডি যার, টিকেট তার’ এর আওতায় টিকিট কালোবাজারিদের রুখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
