পটুয়াখালীর কুয়াকাটায় তালুকদার আবাসিক হোটেলের একটি রুমে প্রবেশ করে পর্যটক দম্পতির গোপন ভিডিও ধারণের অপরাধে মো. হালিম (২৮) নামে এক যুবককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত হালিম বরগুনার ফুলবুনিয়া এলাকার মৃত কামাল মৃধার ছেলে। তিনি কুয়াকাটা সৈকত এলাকায় ‘কেয়ার’ নামের একটি টিনসেট হোটেল ভাড়া নিয়ে পরিচালনা করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে হালিম কৌশলে তালুকদার হোটেলে প্রবেশ করে পর্যটক দম্পতির রুমে ঢুকে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করেন। বিষয়টি হোটেলের মালিক মো. শাকিল ও স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযুক্তের মোবাইল ফোনে ভিডিওর প্রমাণ মেলে। পরে হালিমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, “পর্যটকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এমন অপরাধে জড়িত কেউই ছাড় পাবে না।” স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ঘটনার পর পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।