প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:১৯
রাজবাড়ী সরকারি কলেজে শিক্ষক-শিক্ষকের মধ্যে সংঘর্ষের ঘটনায় তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোস্তফা কামাল হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক একেএম আজাদুর রহমানকে কলার ধরে টেনে মারধর করেছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে কলেজের একাডেমিক ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। মুহূর্তটির ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এখন রাজবাড়ীজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।