‘হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে "বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫" উপলক্ষে সারাদেশে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিগণ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য:
আবুমুছা স্বপন, ধামইরহাট ॥
নওগাঁর ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ১৫ অক্টোবর সকাল ১০টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিগণ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি শাহরিয়ার রহমান হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
আরও বক্তব্য প্রদান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আশীষ কুমার সরকার, প্রাণি সম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, ধামইরহাট থানার ওসি ঈমাম জাফর, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার প্রমূখ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আশীষ কুমার সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার শিক্ষার্থিদের হাত ধোয়া পদ্ধতি শিখিয়ে দেন।
সরাইল বিশ্ব হাত ধোয়া দিবস র্যালিও আলোচনা সভা
মো. তাসলিম উদ্দিন, সরাইল ॥
‘হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে "বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫" উপলক্ষে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ উদ্যোগে ১৫ অক্টোবর বুধবার সকাল ১১.০০ টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে এলাকা প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্তরে এসে হাত ধোয়া প্রদর্শন সমপন্ন করে ও হাত ধোয়া প্রদর্শন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি সরাইল উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী(সরাইল) মো. রূপক। আরও উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. মনছুর আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিফাত বিন রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা, বিউটি আক্তার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়মা সাবরিন ও শাহরিমা সুলতানা, উপজেলা মৎস্য অফিসের মো. জসিম মিয়া।
আরও উপস্থিত ছিলেন ছাত্র/ছাত্রী/শিক্ষক/শিক্ষিকা /বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী সহ আমন্ত্রিত সুধি-মন্ডলী আপ্যায়নের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।
ইউএনও মো.মোশারফ হোসাইন প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিক্ষন কার্ষক্রম পর্ষবেক্ষণ করেন। তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাতের মাধ্যমে অনেক জীবানু ছড়াই। এজন্য খাবারের পূর্বে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিষ্কার করতে হবে। এতে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা সম্ভব। আলোচনা সভায় সঞ্চালনা করেন চিত্তরঞ্জনশী।
বরিশালের হিজলা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য-(Be a Hand Washing Hero) ' হাত ধোয়ার নায়ক হোন '।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সভাকক্ষের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রার পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণব চন্দ্র বৈদ্য শিশু শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনী মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম মৃধা, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলতাফ হোসেন খোকন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, টি, টি এন্ড ডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম সহ বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
নাজমুল হক নাহিদ, আত্রাই ॥
‘হাত ধোয়ার নায়ক হনথ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।
তিনি বলেন, ‘বর্তমানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব অপরিসীম। হাত ধোয়া কেবল একটি অভ্যাস নয়, এটি রোগ প্রতিরোধের অন্যতম কার্যকরী উপায়। সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে আমরা ডায়রিয়া, নিউমোনিয়াসহ মারাত্মক অনেক রোগ থেকে নিজেদের এবং আমাদের পরিবারকে রক্ষা করতে পারি। আজকের প্রতিপাদ্য অনুযায়ী, আমাদের প্রত্যেকেরই উচিত হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়া এবং অন্যদেরও সচেতন করে 'হাত ধোয়ার নায়ক' হয়ে ওঠা।
তিনি আরও বলেন, নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস শিশুদের মধ্যে রোগ সংক্রমণ কমিয়ে এনে তাদের সুস্থ শৈশব নিশ্চিত করতে পারে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় এই অভ্যাসকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজাউদ্দিন, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, পরিসংখ্যান অফিসার মো. সাইফুল, প্রশাসনিক কর্মকর্তা মো. মোজ্জেম হোসেনসহ উপজেলা সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।