প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৭:২৭
কুড়িগ্রামের উলিপুরে বে-সরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫ শত টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা আদায়ের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলিত শিক্ষক পরিষদের আয়োজনে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে সকল এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীরা একত্রিত হয়ে উপজেলা পরিষদ চত্তর থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়।