কুমিল্লার দেবীদ্বার উপজেলার নারায়নপুর মধ্যপাড়ায় স্থানীয় জামে মসজিদের সিঁড়িকোঠার চালার সাথে এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম বশির (৩০), তিনি ওমান প্রবাসী।
রবিবার (১২ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঈমাম মাওলানা ওয়ালিউল্লাহ মসজিদের মাইক ঠিক করার সময় সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় বশিরের ঝুলন্ত লাশ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি পরিবারের সদস্যদের খবর দেন। পরে দেবীদ্বার-বি-পাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন ও দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাঈনুদ্দীন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বশির প্রায় তিন মাস আগে ছুটিতে দেশে আসেন। তার পরিবারের সদস্যরা হলেন অসুস্থ মা রোকেয়া বেগম (৭০), স্ত্রী মিতু বেগম (২০) ও আড়াই বছর বয়সী পুত্র। প্রতিবেশীরা জানিয়েছেন, দুপুরে তিনি মসজিদের সামনে ঘুরে বেড়াচ্ছিলেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন বলেন, “এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক সমস্যাজনিত কারণে আত্মহত্যার সম্ভাবনা দেখা দিয়েছে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন তদন্ত চালিয়ে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য জানার চেষ্টা করছে।