ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সারের তীব্র সংকটে বিপাকে পড়েছেন কৃষকরা। হাতে টাকা নিয়েও তারা পাচ্ছেন না প্রয়োজনীয় সার। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ কৃষকরা ইউএনও ও কৃষি অফিস ঘেরাওয়ের হুমকি দিয়েছেন।
রোববার (১২ অক্টোবর) দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে মানববন্ধন চলাকালে এ হুমকি দেন কৃষক রাজ্জাক।
কৃষক রাজ্জাক বলেন, “আলু চাষের মৌসুমে সারের অভাবে আবাদ শুরু করতে পারছি না। ডিলাররা মাসে একদিন সার দেয়, বাকি সময় কৃষকরা ঘুরে ঘুরে হয়রান হয়।” তিনি আরও দাবি করেন, “খুচরা সার বিক্রেতাদেরও সার বরাদ্দ দিতে হবে, যাতে কৃষকরা সহজে সার পায়।”
মানববন্ধনে সংহতি জানিয়ে কৃষক সাইফুল ইসলাম বলেন, “৩৫-৪০ বিঘা জমি আবাদ করি, কিন্তু সার না পেয়ে জমি অনাবাদি পড়ে আছে। পকেটে টাকা রেখেও সার পাওয়া যায় না—এ কেমন অবস্থা?”
অন্যদিকে বড়বাড়ি গ্রামের কৃষক সাদেকুল ইসলাম জানান, “ডিলাররা সময় দেখিয়ে ঘুরিয়ে দেয়, হয়রানির শিকার হচ্ছি। সরকার যদি খুচরা বিক্রেতাদের সার দেয়, তাহলে কৃষকরা স্বস্তি পাবে।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক আল মামুন জীবন ও হারুন অর রশিদসহ অনেকে।
স্থানীয় কৃষকরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন—তারা যেন দ্রুত সারের সরবরাহ নিশ্চিত করে কৃষকদের আস্থা ফিরিয়ে আনে, না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।