
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৭:২০

টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের সাত উপজেলায় মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের টিকাদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এবং সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান। এসময় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
