বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) কুড়িগ্রাম ব্যাটালিয়ন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৬৮ লাখ ৬২ হাজার টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করেছে। বুধবার এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের কয়েকটি সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস ও গরু। এসব মালামালের সিজার মূল্য প্রায় ৬৮ লাখ ৬২ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামালগুলো ফেলে পালিয়ে যায়।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ সীমান্ত ফাঁড়ির বিজিবি টহল দল বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস জব্দ করে। অপরদিকে ভূরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা ও উত্তর ধলডাঙ্গা সীমান্ত ফাঁড়ির টহল দল ভারত থেকে আনা গরুর চালান আটক করে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করা হয়েছে। এছাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান রোধে সতর্ক অবস্থান নেয়া হয়েছে। চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।