কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদে উজান থেকে ভেসে এসেছে হাজার হাজার গাছের গুড়ি। স্থানীয়দের ধারণা, ভারতের পাহাড়ি অঞ্চলে ভারি বর্ষণ ও ভূমিধসের কারণে এসব গাছ পানির স্রোতে ভেসে বাংলাদেশে প্রবেশ করেছে।
রোববার (৫ অক্টোবর) বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার মানুষ নদী থেকে এসব গাছ উদ্ধার করেন। ঘটনাস্থল ঘুরে দেখা যায়, শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা ও শালঝোড়, চরভূরুঙ্গামারীর ইসলামপুর এবং পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী এলাকায় নদীর দুই তীরে ভেসে আসা গাছের সারি পড়ে আছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এসব গাছের মধ্যে শেকড়সহ উপড়ে পড়া ও কাটা গুড়ি দুই ধরনেরই রয়েছে। কেউ কেউ নৌকা ও দড়ি ব্যবহার করে গাছ ধরতে চেষ্টা করছেন। চরভূরুঙ্গামারীর ইসলামপুরের মোজাহার আলী বলেন, “বিকেলের পর থেকে মধ্যরাত পর্যন্ত শত শত মানুষ নদীতে নেমে পড়ে গাছ ধরতে। অনেক গাছ ভাটির দিকে চলে যায়।”
তবে নৌকায় গাছ ধরার সময় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্থানীয় এক বাসিন্দা আশরাফুল আলম জানান, “একটি বিশাল গাছ নৌকার নিচে চলে যাওয়ায় প্রোপেলার ভেঙে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।”
স্থানীয় প্রশাসনের কেউ এখনো ঘটনাস্থল পরিদর্শনে যায়নি বলে জানিয়েছেন এলাকাবাসী। নদী তীরের বাসিন্দারা আশঙ্কা করছেন, গাছের সঙ্গে ভেসে আসা পোকামাকড় ও সাপ স্থানীয়দের জন্য বিপদ ডেকে আনতে পারে।