প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৫
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামে খালে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকায় এই খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
নিহত দুই শিশু হলেন দোগাছি গ্রামের রিপন মণ্ডলের ছেলে লামিম হোসেন (৫) এবং আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে আপন হোসেন (৭)। তারা মামাতো-ফুফাতো ভাই এবং একসঙ্গে খেলাধুলা করতে করতে খালে মাছ ধরতে যায়।
খবর পেয়ে এলাকাবাসী দ্রুত খাল থেকে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। কিছুক্ষণ পর তাদের দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হবে। শিশুদ্বয়ের মৃত্যুতে পরিবারগুলো ভেঙে পড়েছে। এলাকার মানুষজনও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, খালটিতে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা প্রশাসনের কাছে শিশুদের জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
দোগাছি ও আশপাশের গ্রামগুলোতে দুই শিশুর অকাল মৃত্যুতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন এবং এলাকাজুড়ে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।