নওগাঁ সদর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করেছে সামাজিক সংগঠন দুস্থ সেবা সংস্থা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মাসুদ হাসান তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুস্থ সেবা সংস্থার সদস্য ও সাবেক অধ্যক্ষ এ.কে.এম ওয়ালিউল ইসলাম। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই কার্যক্রমের আওতায় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকপ্রাচীর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১১৫ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত ও অনুপ্রাণিত হয়।
প্রধান অতিথি মাসুদ হাসান তুহিন বলেন, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আমরা এ উদ্যোগ নিয়েছি। প্রাথমিকভাবে চারটি স্কুলে কার্যক্রম শুরু হয়েছে, তবে ভবিষ্যতে এ উদ্যোগের পরিসর আরও বাড়ানো হবে। আমাদের লক্ষ্য শিশুরা যেন পড়াশোনা থেকে বিচ্ছিন্ন না হয়, বরং গড়ে ওঠে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে জ্ঞান ও বিজ্ঞানে। মানুষ ক্রমেই স্বার্থপর হয়ে উঠছে। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হলে শিক্ষার পাশাপাশি নৈতিক দীক্ষা নিতে হবে। ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়। ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্মান করতে হবে। আইন, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের মাধ্যমে গড়ে উঠুক একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ।