প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২০
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামের জয়ন্তী মন্ডল ও তার তিন বছরের মেয়ে প্রতিভা মন্ডল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার সকালে জয়ন্তী মন্ডলের মৃত্যু হয় এবং সোমবার সন্ধ্যায় মারা যায় তার মেয়ে প্রতিভা মন্ডল।
জয়ন্তী মন্ডল বাঘুটিয়া গ্রামের সমির মন্ডলের স্ত্রী। সমির মন্ডল স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঢাকায় বসবাস করতেন। গত বুধবার জয়ন্তী মন্ডল ও তার মেয়ে প্রতিভা জ্বরে আক্রান্ত হলে তাদের ঢাকার মহাখালি আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়।
অসুস্থতার শুরু থেকেই তাদের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়ন্তী মন্ডল। তার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই সোমবার সন্ধ্যায় মারা যায় তার কন্যা প্রতিভা মন্ডল। এই ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
গ্রামের বাসিন্দারা জানান, জয়ন্তী মন্ডল ও প্রতিভা মন্ডলের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে বিষাদের আবহ। স্বজন ও প্রতিবেশীরা পরিবারটির প্রতি সমবেদনা জানাতে ছুটে যান। তাদের মৃত্যুর খবরে স্থানীয়দের মধ্যে ডেঙ্গু নিয়ে ভয় ও উদ্বেগ তৈরি হয়েছে।
জয়ন্তী মন্ডলের ভাতিজা বিপুল মন্ডল জানান, ঢাকায় বসবাসের সময় জয়ন্তী ও তার মেয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। হাসপাতাল থেকে চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো যায়নি। তিনি বলেন, পরিবারের সবাই এখন অসহায় অবস্থায় আছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, ঘটনাটি তারা শুনেছেন। জয়ন্তী মন্ডল ও তার কন্যা প্রতিভা মন্ডল ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানান।
স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানান, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং নিয়মিত সচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়া জরুরি। পরিবার ও এলাকাবাসীর উচিত একত্রে কাজ করে এই রোগ প্রতিরোধে সক্রিয় হওয়া।
মা-মেয়ের মৃত্যুতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে শোকের ছায়া গভীর হয়েছে। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও দায়িত্বশীল হয়ে সচেতনতা বাড়াতে হবে।