প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল দলিল প্রণয়নের ঘটনায় আবু বক্কর (৩৮) নামের এক দলিল লেখকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আবু বক্কর উপজেলার পানিশ্বর ইউনিয়নের বড়ইবাড়ি এলাকার মুসলিম মিয়ার ছেলে। এ মামলা দায়ের করেন সরাইল সদর ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. অলিউর রহমান। বর্তমানে অভিযুক্ত আত্মগোপনে থাকলেও পুলিশ তাকে গ্রেফতারে তৎপর রয়েছে।
