প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮
গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় পারিবারিক কলহের জেরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছেন রনি শেখ নামে এক যুবক। ঘটনা সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঘটে। নিহত রনি শেখ ঢাকার নবাবগঞ্জ থানার কলাকোপা এলাকার শেখ রহমতের ছেলে এবং ৩৩ বছর বয়সী ছিলেন।
ছুরিকাঘাতে আহত হয়েছেন রাজবাড়ীর কালুখালী থানার গড়িয়ানা এলাকার হাকিম মোল্লার মেয়ে বৃষ্টি আক্তার। তিনি রনির সাবেক স্ত্রী এবং ২৭ বছর বয়সী। তাদের দুজনই স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, প্রায় এক বছর আগে পারিবারিক কলহের কারণে বৃষ্টি আক্তার রনিকে তালাক দেন। এরপর তিনি বাইমাইল পুকুরপাড় এলাকায় আলাদা একটি ভাড়া বাড়িতে থাকতেন। তালাকের পরও রনি তার সাবেক স্ত্রীর বাসায় যাতায়াত করতেন।
সোমবার সকালে ভাড়া বাড়িতে তাদের মধ্যে তর্ক-ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত রনি শেখ বৃষ্টি আক্তারকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত বৃষ্টি আক্তারকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পরেই রনি শেখ সাবেক স্ত্রীর বাড়িতে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
কোনাবাড়ী মেট্রো থানার ওসি মো. সালাউদ্দিন জানান, বৃষ্টির সঙ্গে রনির প্রায় এক বছর আগে তালাক হওয়ার পরও তাদের মধ্যে যোগাযোগ ছিল। রনি সাবেক স্ত্রীর বাসায় যাতায়াত করতেন এবং ঝগড়া-বিবাদের জের ধরে এ ঘটনা ঘটেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রনি ছুরিকাঘাতের পর ভয়ে বিশ্বাস করেছিলেন বৃষ্টি মারা গেছে, সেই ভয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আহত বৃষ্টির স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল থাকায় চিকিৎসা চলছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। সমাজে পারিবারিক মতবিরোধের সময় শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এই ধরনের ট্র্যাজেডি পুনরায় না ঘটে।