প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯
শিক্ষা ও নৈতিকতার আদর্শ ভেঙে আজ ভয়ংকর বাণিজ্যের রূপ নিয়েছে ঝিনাইদহের স্কুল-কলেজগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও বাজার, ফুটপাত ও অনলাইন প্ল্যাটফর্মে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাইড বই। এর সঙ্গে জড়িয়ে পড়েছেন একদল অসাধু প্রধান শিক্ষক ও অধ্যক্ষ, যারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে গাইড মাফিয়াদের সঙ্গে গোপন আঁতাত গড়ে তুলেছেন।