প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বালু নদের ওপর নির্মিত ডেমরা-চনপাড়া সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিনের অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব এবং ভারী যানবাহনের চলাচলের কারণে সেতুটি এখন এলাকাবাসীর কাছে মরণফাঁদে পরিণত হয়েছে। এলজিইডি কর্তৃপক্ষ সেতুর উভয় পাশে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড দিলেও, প্রতিদিন হাজারো যানবাহন বাধ্য হয়ে এই সেতু ব্যবহার করছে।