প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৯
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ডাকা আন্দোলনের প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে গভীররাতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আলগী ইউনিয়নের চেয়ারম্যানকে ডিবি পুলিশ আটক করেছে এবং এ সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে।
চেয়ারম্যানের আটকের খবর জানার পর আলগী ও হামিরদী ইউনিয়নের হাজার হাজার মানুষ সকাল থেকে বৃষ্টিসহ অবরোধ কর্মসূচি পালন করছে। তারা সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালানো, গাছের গুঁড়ি ফেলার মাধ্যমে তাদের প্রতিবাদ জানাচ্ছে। এছাড়া তারা চেয়ারম্যানের মুক্তির দাবিতে নানান স্লোগান দিচ্ছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল (ভাঙ্গা সার্কেল) জানান, সাধারণ জনগণের ভোগান্তি লাঘব করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভোর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে টহল দিচ্ছে। এক হাজারের বেশি র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য টহল দিচ্ছে এবং কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙ্গাবাসীর আন্দোলন নতুন নয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর প্রথমে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্ত্বর অবরোধ করেছিল এলাকাবাসী।
প্রশাসনের আশ্বাসে তিন দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। তবে কোনো প্রতিকার না পাওয়ায় ভাঙ্গাবাসী গত ৯ সেপ্টেম্বর থেকে পুনরায় আন্দোলনে নামে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত আন্দোলন চলার পর দুদিন বিরতি রাখে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সর্বদলীয় ঐক্যজোটের ব্যানারে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে তিন দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা অবরোধ চলবে। আন্দোলনের মাধ্যমে এলাকাবাসী তাদের দাবি পূরণের চেষ্টা চালাচ্ছে।
স্থানীয়রা বলছেন, এই ধরনের আন্দোলন স্থানীয়দের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করছে এবং তারা সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে ন্যায্য সিদ্ধান্ত চাইছে। প্রশাসন ও জনগণের মধ্যে চলমান টানাপোড়েন চলমান, যা ভাঙ্গা এলাকার সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলছে।