প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৪
টাঙ্গাইলের কালিহাতী হাই স্কুল মাঠে ২০২৫ সালের সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেয় কালিহাতীর বাংড়া ইউনিয়ন ফুটবল একাদশ এবং মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি গোপালপুর।
ফাইনাল ম্যাচটি শুরু থেকেই উত্তেজনাপূর্ণ রূপ নেয়। নির্ধারিত ৭০ মিনিটের মূল খেলায় দুই দলের মধ্যে কোনো গোল হয়নি, ফলে ম্যাচ গোলশূন্য ড্রতে শেষ হয়। পরে ট্রাইব্রেকারের মাধ্যমে মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি ৪-০ ব্যবধানে জয়ী হয়।
টুর্নামেন্টটির পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মালয়েশিয়া শাখার সভাপতি বাদলুর রহমান খান। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন কালিহাতী আর এস সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাধারণ সম্পাদক এনামুল হক এবং মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমির কোচ গোলাম রায়হান বাপন।
ফাইনাল শেষে আয়োজকরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। এই সময় মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, যারা স্থানীয় ফুটবলের প্রতি জনগণের আগ্রহের সুস্পষ্ট প্রমাণ দিচ্ছিলেন। দর্শকরা উভয় দলের খেলোয়াড়দের উৎসাহ দিয়ে খেলার উত্তেজনা বৃদ্ধি করেন।
মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমির কোচ গোলাম রায়হান বাপন বলেন, দলটি কঠোর পরিশ্রম এবং একজোট মনোভাবের মাধ্যমে এই জয় অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরও দল একইভাবে ভালো খেলার মাধ্যমে স্থানীয় ফুটবলের মান বৃদ্ধি করবে।
টুর্নামেন্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বলেন, এই ধরনের উদ্যোগ স্থানীয় যুবসমাজকে ক্রীড়ার মাধ্যমে সুস্থ ও সক্রিয় রাখতে সাহায্য করে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ দেয় জাতীয় পর্যায়ে উন্নতি করার।
স্থানীয় ক্রীড়া প্রেমীরা বলেন, এই টুর্নামেন্ট স্থানীয় খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আশা করছেন, ভবিষ্যতেও এই ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকবে এবং স্থানীয় ফুটবলের মান আরও উন্নত হবে।