প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৩
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উত্তরাধিকার বহন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজাপুর উপজেলার মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।