এছাড়া একই মামলায় পুলিশ ঢাকার নাখালপাড়া এলাকা হতে বুধবার রাতে রাসেল শেখকে (২৪) নামের অপর এক যুবককে গ্রেফতার করে। সে গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়া গ্রামের মোঃ কুদ্দুস শেখের ছেলে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত দুই আসামীকে রাজবাড়ীর আদালতে তোলা হলে তারা দুইজনই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুই আসামীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর শুক্রবার বিক্ষুব্ধ জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলের বাড়ি ও দরবারে হামলা চালায়। এ সময় রাসেল মোল্লা নামে নুরাল পাগলের এক ভক্ত যুবক তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। এ সময় জনতার হামলায় গুরুতর আহত হন রাসেল মোল্লা। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নুরাল পাগলের লাশ পোড়ানো, হত্যাকান্ড, হামলা, ভাঙচুর লুন্ঠনের ঘটনায় রাসেলের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৩৫'শ হতে ৪ হাজার অজ্ঞাত ব্যাক্তিকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ৪ জন আসামিকে গ্রেফতার করল পুলিশ।