প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৫
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা চরাঞ্চলে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার অর্জুনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চলের বাসুদেবকোল ফকির মাঈন উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ভাঙন কবলিতদের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। এসময় ২৪০ টি পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।