খাগড়াছড়ি সদর উপজেলার শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সনাতন সমাজ কল্যাণ পরিষদ, সদর উপজেলা কমিটির আয়োজনে এবং চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপপরিচালক নাজমুন আরা সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিঃ নির্মল দাশ, সদস্য সচিব অশোক মজুমদার, শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আশীষ ভট্টাচার্য্য এবং মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতন সমাজ কল্যাণ পরিষদের সদর উপজেলার সভাপতি সুমন আচার্যী।
চিকিৎসা কার্যক্রমে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ঔষধ ও চশমা প্রদান করা হয়।
পাশাপাশি খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি)-এর ব্যবস্থাপনায় রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা সেবা দেওয়া হয়।
স্থানীয়দের অংশগ্রহণে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রমটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং সমাজকল্যাণমূলক উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান উপস্থিতরা।