প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫, ১৬:১৩

সারি সারি সমাধিতে জ্বলছে মোমবাতি। সমগ্র কবরস্থানে আলোকিত। প্রিয়জনের সমাধির সামনে দাঁড়িয়ে নীরবে প্রার্থনা করছেন স্বজনেরা। গতকাল রবিবার সন্ধ্যায় এমন দৃশ্য দেখা গেলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ক্যাথালিক মিশনের কবরস্থানে। শুধু কবরস্থানে নয় তাদের ঘরবাড়িগুলোতেও জ¦লছে মোমবাতি।
