পটুয়াখালীর মহিপুরে পানিতে ডুবে রায়হান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লতাচাপলী ইউনিয়নের থঞ্জুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়হান একই এলাকার দিনমজুর জুয়েল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে পরিবারের অগোচরে রায়হান বাসার সামনের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা পুকুরে তার মরদেহ দেখতে পায়। পরে উদ্ধার করে তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, লতাচাপলী ইউনিয়নের থঞ্জুপাড়া এলাকায় পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ কর হবে।