প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৮

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের পর সিলগালা করা স্ট্রংরুম বা ভল্ট ভেঙে সাতটি আগ্নেয়াস্ত্র চুরির অভিযোগ উঠেছে। ঘটনার পর গত ২৮ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অভিযোগের বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
