প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫০
নোয়াখালীর প্রেসক্লাব সড়কে সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক আকাশ বর্তমানে পরিষ্কার নয়। বিভিন্ন দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক মেঘ নেমে এসেছে। তবে জনগণ বিএনপির সাথে রয়েছে এবং আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করবে।