প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ২২:৪৩
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে হিজলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল চারটার দিকে হিজলা বিএনপি পরিবারের উদ্যোগে ঘোলেরহাট, মৌলভীরহাট ও হরিনাথপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন মাইনুদ্দিন বেপারী।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা এলাকাবাসীর হাতে লিফলেট তুলে দিয়ে ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরেন এবং দলীয় অবস্থান ব্যাখ্যা করেন। এতে এলাকার সাধারণ মানুষও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বারেক মাঝি, বরিশাল জেলার জিয়া শিশু কিশোর মেলার সহ-সভাপতি মোঃ হাবিব উল্লাহ প্যাদা।
এছাড়া উপস্থিত ছিলেন নুর ইসলাম মাওলানা, মোঃ রোকন খান, তৌহিদুর রহমান বাবু, মোঃ ফরহাদ প্যাদা, আব্দুর রহমান, মোঃ আরিফ বেপারী, মোঃ মহিউদ্দিন বেপারী ও রাকিব শিকদারসহ অন্যান্য নেতাকর্মীরা।
লিফলেট বিতরণের সময় আব্দুল বারেক মাঝি বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এজন্য আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
তিনি আরও বলেন, দলের ঐক্যই হচ্ছে শক্তি। তাই আমাদের সকলকে একত্রিত হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। দল যাকে প্রার্থী মনোনীত করবে, আমরা তাকে সমর্থন দিয়ে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনে সহযোগিতা করবো।
স্থানীয় নেতৃবৃন্দও একই আহ্বান জানান এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলকে উদ্বুদ্ধ করেন। এ সময় তারা জনগণকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এই গণসংযোগ ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও কিছুটা বেড়েছে বলে জানা গেছে।