প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৬:৪১
মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে অমিত দত্ত নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর সার্কেল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমিত দত্তের বয়স ১৭ বছর। তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
অমিত দত্ত শহরের পুরাতন হাসপাতাল সড়কের বাসিন্দা অসিত দত্তের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি সদর উপজেলার আমতৈল গ্রামে। পড়াশোনায় তিনি মেধাবী ছিলেন বলে জানিয়েছেন শিক্ষকরা।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালবেলা হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং অমিত গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তিনি মারা যান।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, ওই সড়কে দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তারা দ্রুত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও পর্যাপ্ত সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
নিহতের পরিবারে শোকের মাতম চলছে। বাবা-মা সন্তানের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন। এলাকাবাসীও এই দুর্ঘটনাকে একটি বড় ক্ষতি বলে মনে করছেন।
শিক্ষার্থীর মৃত্যুতে বিদ্যালয়ে শোকসভা আয়োজনের পরিকল্পনা চলছে। শিক্ষকরা জানান, অমিত পড়াশোনায় ভালো ছিল এবং সহপাঠীদের সঙ্গে সুসম্পর্ক ছিল। তার অকাল মৃত্যু সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে।