প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৮:১০
মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নে কৃষকদের ফসলি জমিতে জোরপূর্বক মাছের ঘের তৈরির অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ভাষাই শিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কৃষকরা অভিযোগ করেন, তাদের একমাত্র জীবিকার উৎস ধানক্ষেত ধ্বংস করে চেয়ারম্যান ভেকু মেশিন দিয়ে জমি কেটে মাছের খামার বানানোর চেষ্টা করছেন।