প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৮:১৯
পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিগুলো নদী পার হতে স্বাভাবিক সময়ের দ্বিগুণ সময় নিচ্ছে। আগে যেখানে ২৫ থেকে ৩০ মিনিটে নদী পার হওয়া যেত, এখন এক ঘণ্টারও বেশি সময় লাগছে। এতে ঘাটে যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।