মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় একটি চুরির ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৫ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিটের মধ্যে শ্রীমঙ্গল থানাধীন ৩নং ইউপির পূর্ব রূপসপুর এলাকার বাসিন্দা মো. জসিম মোল্লার বাড়িতে চুরি ঘটে। অজ্ঞাত ব্যক্তিরা ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী জসিম মোল্লা শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন।
মামলার পরপরই শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের সার্বিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। ১৬ আগস্ট রাত আনুমানিক ২টা ২০ মিনিটে পূর্ব রূপসপুর এলাকার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে আসামি রাসেল আহম্মদ মোস্তফাকে (৩৭) গ্রেফতার করা হয়।
অভিযানে তার ভাড়া বাসা থেকে চুরি হওয়া নগদ ১ লাখ ১৩ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, দুটি স্বর্ণের নাকফুল, দুটি রূপার চেইনসহ স্বর্ণালংকার ও রূপার সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩৯ হাজার ৪৬৫ টাকা।
পুলিশ বলছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। চুরির ঘটনার দ্রুত সমাধান ও চুরি যাওয়া সম্পদ উদ্ধার করায় স্থানীয়রা পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।