প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৬:৫৮
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে দুধকুমার নদের পানি বিপদ সীমার ৬ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পরিস্থিতিতে উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীতীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চল তলিয়ে গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের তথ্য অনুযায়ী, প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৫৫০টি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।