প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ২০:৯
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের হারভেস্টপ্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আয়োজনে জিংক ধান সম্প্রসারণ এবং নীতি নির্ধারণ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেলের সভাপতিত্বে সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজ শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক ও ব্যবসায়ীসহ ৪৫ জন অংশগ্রহণ করেন।