প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৭:৫২
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলী এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইউপিডিএফ (মূল) দলের এক কালেক্টর কলইপা ত্রিপুরা (৩৫) অস্ত্রসহ আটক হয়েছেন। তিনি ওই এলাকার দয়া ভোষন ত্রিপুরার ছেলে। সেনাবাহিনীর দাবি, কলইপা দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রম, বিশেষ করে কাঠ ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ে জড়িত ছিলেন।