প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১১:১৯
টাঙ্গাইলের কালিহাতি থানা এলাকায় র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অভিযানে ৯৩ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। দুটি পৃথক অভিযানে এ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
প্রথম অভিযানে ১১ আগস্ট রাত ৮:৩০ মিনিটের দিকে কালিহাতির কোকডহরা ইউনিয়নের ঘাটুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে র্যাব। সেখানে মোঃ রাকিব আলী নামের এক ব্যক্তিকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি এপাচি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২১ হাজার টাকা।
পরবর্তী দিনে, ১২ আগস্ট রাত ১:৩০ মিনিটে কালিহাতি থানার বল্লা ইউনিয়নের বল্লা বাজারে আরেকটি অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ী মোঃ আফ্রিদি, জান্নাত ইসলাম ও মোঃ আরিফকে আটক করে র্যাব। তাদের কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ইয়াবার বাজার মূল্য প্রায় ৬,৯০০ টাকা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কালিহাতি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মাদকসহ তাদের হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
মেজর কাওছার বাঁধন, কোম্পানি কমান্ডার সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল, মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সমাজকে মাদকমুক্ত করা হবে।
টাঙ্গাইল অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় ও সেবন প্রতিরোধে র্যাবের এ ধরনের অভিযান নিয়মিত হচ্ছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মাদক সেবনের কারণে সামাজিক ও আর্থিক ক্ষতি হচ্ছিলো, তাই জনস্বার্থে এসব অভিযান চলমান থাকবে বলে র্যাব জানিয়েছে। মাদকের বিরুদ্ধে জনসাধারণেরও সহযোগিতা কামনা করা হয়েছে।
এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনসাধারণের বিশ্বাস ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।মাদক বিরোধী এই প্রচেষ্টার মাধ্যমে যুব সমাজকে সুরক্ষিত ও মাদকমুক্ত রাখা সম্ভব হবে বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।