প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৭:৪৯
গাজীপুরে সাংবাদিক মো: আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।