আওয়ামী লীগ নেতার দখলে জমি, সংখ্যালঘু পরিবারের সংবাদ সম্মেলন

শাওন মোল্লা
শাওন মোল্লা জামালপুর, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৬:৫২

শেয়ার করুনঃ
আওয়ামী লীগ নেতার দখলে জমি, সংখ্যালঘু পরিবারের সংবাদ সম্মেলন

জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর কুমারিয়া গ্রামে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও তার স্বজনদের দখলে থাকা জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রবিদাস (মুচি) সম্প্রদায়ের সাতটি সংখ্যালঘু পরিবার। গতকাল রবিবার দুপুরে দখলকৃত জমিতেই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফুলচাঁন রবিদাস অভিযোগ করেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মো. শাহজাহান, তার ভাতিজা একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকিউল ইসলাম রানা সরকারসহ তাদের স্বজনরা দুই একর ১৯ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছেন। তাদের মোট জমির পরিমাণ দুই একর ৭৯ শতাংশ হলেও বর্তমানে মাত্র ৬০ শতাংশ জমি নিজেদের দখলে আছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পরিবারের সদস্যরা ঘরে বিদ্যুৎ সংযোগ নেওয়ার উদ্যোগ নিলে মো. শাহজাহান দলীয় প্রভাব খাটিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির স্থাপনকৃত বিদ্যুতের খুঁটি তুলে ফেলেন। ফলে বহু বছর ধরে তারা বিদ্যুতের আলো থেকে বঞ্চিত। সন্তানেরা রাতে কুপিবাতি জ্বালিয়ে লেখাপড়া করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত মুচি সম্প্রদায়ের সদস্যরা তাদের পৈত্রিক সম্পত্তি উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি এখন রাজনৈতিক প্রভাবশালীদের কবলে পড়েছে।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. রফিক হাওলাদার, আলহাজ্ব মকবুল হোসেন, রুস্তম আলী, আব্দুল হক, আহ্সান হাবিব ও জাকির হোসেন জানান, তারা বহু আগে থেকেই বিরোধপূর্ণ জমিতে মুচি সম্প্রদায়ের লোকজনকে চাষাবাদ ও বসবাস করতে দেখে আসছেন।

শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য মো. রেজাউল করিম সোহেল বলেন, বিবাদমান জমি নিয়ে একাধিকবার বৈঠক হলেও এখনো কোন সমাধান হয়নি।

অভিযুক্ত সাবেক আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি তাদের পৈত্রিক সম্পত্তি, রবিদাস পরিবার কখনোই এর মালিক ছিলেন না। বহু বছর আগে অস্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হলেও তারা এখন জমির মালিকানা দাবি করছেন, যা অযৌক্তিক। তিনি আরও দাবি করেন, ১৯৭২ সালের পর থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

নোয়াখালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নোয়াখালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নোয়াখালী সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সাঈদ (২৯) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমটুয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাঈদ ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এলাকায় হালকা বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের শব্দও শোনা যাচ্ছিল।

আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা শিগগিরই উঠছে না : আইন উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা শিগগিরই উঠছে না : আইন উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (০১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শংকর মঠ পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন প্রশ্ন ওঠে সেটা স্থায়ী নাকি অস্থায়ী। কিন্তু আওয়ামী লীগের

হাকিমপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান

হাকিমপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজার মহা অষ্টমীর রাতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই,সিআইটি) এস এম হাবিবুল হাসান। মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে তিনি হাকিমপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে হরিজনদের অস্থায়ী পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ ও আনসার সদস্যরা, সঙ্গে ছিলেন সাধারণ দর্শনার্থীরাও। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক উপস্থিত দর্শনার্থীদের

নওগাঁয় ছাত্রীদের যৌন হয়রানি প্রমাণিত, জামায়াত নেতা বহিষ্কার

নওগাঁয় ছাত্রীদের যৌন হয়রানি প্রমাণিত, জামায়াত নেতা বহিষ্কার

নওগাঁ সদর উপজেলার মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে দেওয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে। নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাতে অনুষ্ঠিত জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যবেক্ষণ করার পর

হিজলায় সাবেক এমপি মেজবাহউদ্দিন ফরহাদের পথসভা ও পূজামণ্ডপ পরিদর্শন

হিজলায় সাবেক এমপি মেজবাহউদ্দিন ফরহাদের পথসভা ও পূজামণ্ডপ পরিদর্শন

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহউদ্দিন ফরহাদ হিজলা উপজেলায় গণসংযোগ ও পথসভা করেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার কাউরিয়া বাজারে আয়োজিত এই পথসভায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং পরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পথসভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা