প্রকাশ: ৯ আগস্ট ২০২৫, ১৫:৫৬
পটুয়াখালীর হাসপাতালবিহীন দ্বীপ রাঙ্গাবালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে শনিবার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের তত্ত্বাবধানে এবং ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির ব্যবস্থাপনায় এই ক্যাম্পে নারী-পুরুষ ও শিশুসহ প্রায় সাত শতাধিক মানুষ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পান। নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগেরও চিকিৎসা দেন।
স্থানীয়রা জানান, হাসপাতালবিহীন দুর্গম দ্বীপাঞ্চলে এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। দীর্ঘদিন ধরে নৌবাহিনী দুর্গম ও প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দিয়ে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করছেন তারা।
বাহেরচর গ্রামের বাসিন্দা লিটন মাঝি বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুনলাম নৌবাহিনী বিনামূল্যে চিকিৎসা দেবে। তাই এখানে এসে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে যাচ্ছি। এই সুযোগ আমাদের জন্য অনেক উপকারী।
ক্যাম্পে দায়িত্ব পালনকারী বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ নজরুল ইসলাম বলেন, রাঙ্গাবালী একটি দ্বীপ এলাকা এবং এর যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এ কারণে এখানকার মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত।
তিনি আরও বলেন, আমরা মেডিকেল এসেসমেন্টের ভিত্তিতে চিকিৎসা দিচ্ছি। যদি পরীক্ষানিরীক্ষার সুযোগ থাকতো, তাহলে চিকিৎসা আরও উন্নত হতো। ভবিষ্যতে কর্তৃপক্ষ উদ্যোগ নিলে আমরা আরও ভালোভাবে সেবা দিতে প্রস্তুত।
নজরুল ইসলাম জানান, আজকের ক্যাম্পে আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সর্বোচ্চ চেষ্টা করেছি। এখানে সুবিধাবঞ্চিত যারা চিকিৎসা পেয়েছেন তারা সামান্যতম উপকৃত হলেও আমাদের প্রচেষ্টা সার্থক হবে।
দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রম দ্বীপবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নৌবাহিনীর এ ধরনের উদ্যোগ দুর্গম এলাকার মানুষের জন্য আশার আলো হিসেবে দেখা দিয়েছে।