ঝিনাইদহে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে, ঝিনাইদহ জেলা সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে আসেন জামায়াতপন্থী জহুরুল ইসলাম। বিষয়টি কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।
বৃহস্পতিবার স্কুল কমিটির একটি সভা চলাকালে উত্তেজনা চূড়ান্ত রূপ নেয়। হঠাৎ করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে জামায়াতের ৯ জন এবং বিএনপির ৬ জন নেতাকর্মী আহত হন। সংঘর্ষে ব্যবহৃত হয় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র।
বিএনপি পক্ষ: ইমাদুর রহমান, মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন ও রহমতুল্লাহ।
জামায়াত পক্ষ: জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রুপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সলেমান মন্ডল, তোতা মিয়া ও সফর আলী।
আহত সবাইকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখানেই শেষ হয়নি সহিংসতা।
বেলা ১২টার দিকে, হাসপাতালের জরুরি বিভাগেই আবারও উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “চার মাস আগে স্কুল কমিটি গঠন নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এক পক্ষ কমিটি মানতে চায় না, তারাই বৃহস্পতিবার হামলা চালায়।”
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।