প্রকাশ: ৩ আগস্ট ২০২৫, ১৬:১৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকার চাঞ্চল্যকর ব্যবসায়ী মোস্তফা কামাল হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মোস্তফা কামাল বর্ডার বাজার এলাকার একজন পরিচিত বিকাশ ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে তার উপর এই নৃশংস হামলা চালানো হয়।
নিহতের পরিবার জানায়, বাড়ির পার্শ্ববর্তী স্থানে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রাখে এবং সঙ্গে থাকা মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সরাইল হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবশেষে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার নিহতের স্ত্রী ইয়াছমিন আক্তার সরাইল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ কালিকচ্ছ এলাকায় অভিযান চালিয়ে বর্ডার বাজার এলাকার কাউছার, পারভেজ ও সুমনকে গ্রেফতার করে।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ আরও তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, বর্ডার বাজার ও আশপাশে একটি মাদক ও সুদের চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এই চক্রের সাথেই মোস্তফা হত্যার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেকেই মনে করছেন, চাঁদা না দেওয়ায় কিংবা আর্থিক লেনদেনের জেরে তাকে খুন করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে বর্ডার বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে সব খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এই বর্বর হত্যাকাণ্ড এলাকাজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে। অনেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা রেখে দ্রুত বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলেছেন।