প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:১১
জামালপুরে “জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবার ও হরিজন পল্লী পরিদর্শন, পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শ্রদ্ধা জানান এবং পরে হরিজন পল্লী পরিদর্শনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এরপর শহরের তমালতলা মোড় থেকে ফৌজদারি মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়, যাতে অংশ নেয় দলের কেন্দ্রীয় ও জেলা নেতারা।
ফৌজদারি মোড়ে পথসভায় বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, জনগণের ভোটাধিকারের দাবিতে কোটা সংস্কার আন্দোলন থেকে যে গণঅভ্যুত্থানের সূত্রপাত, সেটিই আজকের নির্বাচনের পরিবেশ তৈরি করেছে। তিনি বলেন, সরকার পতনের দিকে না গেলে বর্তমান শাসনের অধীনে কেউ নির্বাচনের স্বপ্নও দেখতো না।
তিনি জানান, এনসিপি কেবল নির্বাচন নয়, একটি ভারসাম্যপূর্ণ সংসদ গঠনের লক্ষ্যে উচ্চ কক্ষের দাবি জানিয়ে আসছে। ভোটের অনুপাতে সংসদকে দুই কক্ষে ভাগ করে একটি শক্তিশালী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনের আহ্বান জানান তিনি।
নাহিদ বলেন, কমিশন সংস্কার ও দলীয়করণ মুক্ত নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে এনসিপি কাজ করে যাচ্ছে। বিচারব্যবস্থা, পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, ইতিমধ্যে পুলিশ কমিশন গঠনে সব দল একমত হয়েছে, যা একটি ইতিবাচক অগ্রগতি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এবং এর মধ্যে নতুন সংবিধান ও কাঠামোগত সংস্কারের প্রতিশ্রুতি থাকতে হবে।
সভায় বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান শুভ এবং যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল। তারা বলেন, এই আন্দোলনের লক্ষ্য ক্ষমতা নয়, বরং জনগণের অধিকার ও ভাগ্য পরিবর্তনের সংগ্রাম।
পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করেন, যেখানে পরবর্তী কর্মসূচি বাস্তবায়িত হবে।