প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৭:৪৩
কক্সবাজারের টেকনাফে সিএনজি চালক পাভেল চাকমাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় পাঁচজন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত শুক্রবার সকাল সাড়ে ৭টায় হোয়াইক্যং পাহাড়ি এলাকার সোনালী ব্যাংক নামক ঢালায়। বাহারছড়া যাওয়ার পথে একদল পাহাড়ি সন্ত্রাসী চালককে অপহরণ করে এবং তার মুক্তির জন্য দেড় লাখ টাকা দাবি করে। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ পরিশোধের পর চালককে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পরপরই টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় এবং পুলিশ পাহাড়ে সাঁড়াশি অভিযান শুরু করে। অভিযানের খবর পেয়ে অপহরণকারীরা ভয় পেয়ে চালককে মুক্তি দিতে বাধ্য হয়। রবিবার দুপুরে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
অপহরণে জড়িত সন্দেহে চকরিয়ার ডেমুশিয়া এলাকার আব্বাস উদ্দিন, সাকিবুল ইসলাম, ফরহাদ মিয়া, মো. রবিউল হোসেন এবং মো. তাওসিফকে টেকনাফের বাহারছড়া মেরিন ড্রাইভ সড়কের সৈকত পরিবহন কাউন্টারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক দুর্জয় বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ধৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপ গান ও তিনটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।
অপহৃত চালক পাভেল চাকমা গ্রেপ্তার হওয়া পাঁচজনকে শনাক্ত করেন এবং নিশ্চিত করেন যে তার অপহরণে এদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা ছিল।
পুলিশ জানায়, ধৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার পর টেকনাফে পাহাড়ি এলাকায় সন্ত্রাস ও অপহরণ প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে প্রশাসন।
এদিকে, স্থানীয় বাসিন্দারা পাহাড়ি এলাকার নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসী গোষ্ঠীর দমন চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ ও গোয়েন্দা সংস্থার তৎপরতা আরও বাড়ানোর আহ্বান জানান তারা।