প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৯:১৯
পিরোজপুরে জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় পিরোজপুর বাস টার্মিনালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর আয়োজনে এই কার্যক্রম পরিচালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌফিক আনোয়ার। অনুষ্ঠানে জেলা বিআরটিএর সহকারী পরিচালক মাহফুজ হোসেন সভাপতিত্ব করেন। এছাড়া জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী মাসুম, ট্রাফিক ইন্সপেক্টর মো: মনিরুজ্জামান মনির, মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম ও আলিফ আহাম্মেদ রাজিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন, জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবসের স্মরণে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের জন্য এই ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হচ্ছে। গত বছর পিরোজপুর জেলায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পাঁচজন শহীদ হয়েছেন, যাদের মধ্যে তিনজন বাস চালক, একজন হেলপার ও একজন সিএনজি চালক ছিলেন।
সড়কে নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে চলমান এই ক্যাম্পেইন লিফলেট বিতরণ কার্যক্রম জেলার বিভিন্ন স্থানে সম্প্রসারিত হবে বলে জানানো হয়েছে। লিফলেটের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধি করা হবে।
এর আগে একই ধরনের ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের মাঝে নিরাপদ সড়ক ব্যবহার ও ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা প্রদান করা হয়।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা জনসাধারণকে নিরাপদে চলাচলের জন্য সচেতন হতে ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে এবং নিরাপদ সড়ক নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রমে সহযোগিতা করতে হবে।
পিরোজপুরের যানজট ও সড়ক দুর্ঘটনা মোকাবেলায় এই ধরনের সচেতনতা মূলক কার্যক্রম জরুরি বলে মত প্রকাশ করেন উপস্থিত সকলে। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের ক্যাম্পেইন চালিয়ে নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব হবে।
সর্বশেষে, জেলা বিআরটিএ কর্মকর্তারা বলেন, নিরাপদ সড়ক ও যানবাহন নিয়ন্ত্রণে জনসাধারণের ভূমিকা অপরিহার্য। তাই সড়ক ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণই দেশের সড়ক নিরাপত্তার জন্য মূখ্য উপাদান।