প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৮:১৩
জামালপুরে র্যাব-১৪ এর একটি অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা প্রায় পাঁচ লাখ ব্লেড উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৭০ হাজার টাকা। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সাদা মাইক্রোবাস আটক করে র্যাব সদস্যরা।
মাইক্রোবাসটি তল্লাশি করে ৪ লাখ ৭৪ হাজার ভারতীয় ব্লেড উদ্ধার করা হয়। আটক করা হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা ও মাইক্রোবাস চালক সাদ্দাম হোসেন এবং পাচারচক্রের সদস্য আবুল খায়েরকে। কোম্পানি কমান্ডার টি এম আমিনুল ইসলাম জানান, বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এ বিপুল পরিমাণ বিদেশি পণ্য অবৈধভাবে সংগ্রহ করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে
গোপন তথ্য পেয়ে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করেন। সন্দেহভাজন মাইক্রোবাসটি বিনন্দেরপাড়ায় চেকপোস্টে থামিয়ে তল্লাশির পর এসব ব্লেড উদ্ধার করা হয় এবং পাচারের সঙ্গে সংশ্লিষ্ট দুইজনকে আটক করা হয়। র্যাব জানায়, সীমান্তবর্তী এলাকাগুলো থেকে বিদেশি পণ্য পাচারের একটি সক্রিয় চক্র দীর্ঘদিন ধরেই এমন কার্যক্রম চালিয়ে আসছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করে জামালপুর সদর
থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে স্থানীয়দের অনেকে মনে করেন, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নজরদারি আরও জোরদার না হলে এ ধরনের পণ্যের চোরাচালান ঠেকানো কঠিন হবে। দেশের বাজারে এ ধরনের অবৈধ পণ্যের সরবরাহ শুধু রাজস্ব হারানোর কারণই নয়, একই সঙ্গে মানহীন পণ্যের ছড়াছড়ির মাধ্যমে জনস্বাস্থ্যের জন্যও হুমকি হতে পারে বলে মন্তব্য করেন সচেতন নাগরিকরা। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে এবং চোরাচালানকারী চক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।