প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১২:৭
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে নারী নির্যাতন মামলার এক আসামিকে গ্রেফতারে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হাতকড়া পরা অবস্থায় কবির আহম্মদ চৌধুরী নামে ওই আসামি পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে,
যেখানে ছাগলনাইয়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে গেলে তার স্বজনরা প্রতিরোধ করে। এতে পুলিশের উপপরিদর্শক রাফিদ, সহকারী উপপরিদর্শক দিদার ও কনস্টেবল সুমন আহত হন। পলাতক কবির আহম্মদ চৌধুরী আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান,
কবির আহম্মদ একটি নারী নির্যাতন মামলার প্রধান আসামি এবং তার বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় অভিযান চালানো হয়েছিল। কিন্তু অভিযানের সময় পরিবারের সদস্যরা পুলিশের কাজে বাধা সৃষ্টি করে এবং হামলা চালায়, যার সুযোগ নিয়ে কবির হাতকড়াসহ পালিয়ে যায়। এ ঘটনার পর পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করছে এবং পলাতক আসামিকে ধরতে তৎপরতা চলছে।
এদিকে বিএনপির ফুলগাজী উপজেলা আহ্বায়ক ফখরুল আলম বলেন, কবির আহম্মদ দলে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তার সাংগঠনিক পদ আগেই স্থগিত করা হয়েছিল এবং দলীয় দায়-দায়িত্ব থেকে সে এখন বিচ্ছিন্ন। পুলিশি সূত্র জানায়, এমন হামলা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ নয়, বরং আইনের শাসন ও বিচারপ্রক্রিয়াকে বিঘ্নিত করার চেষ্টা।
এ ঘটনায় নতুন করে পৃথক মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত করে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। এলাকায় এ ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশ বিভাগ জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও সতর্কতার সঙ্গে পরিচালনা করা হবে যাতে এর পুনরাবৃত্তি না ঘটে। এদিকে, হামলাকারী স্বজনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলছে স্থানীয় প্রশাসন, যাতে অন্য কেউ এ ধরনের ঘটনায় উৎসাহ না পায়।